Purchase!

ছড়ানো ছিটানো মন

এলোমেলো বর্ণমালার শিরোনাম দিয়ে সাকিরা পারভীন লিখেছেন ছড়ানো ছিটানো মনের কথা। বাংলা অণুকবিতার ভুবনে ‘ছড়ানো ছিটানো মন’ নতুন সম্ভাবনা হতে পারে। তার বলার মধ্যে, ভাবনার মধ্যে সরস ভঙ্গি আছে। এপিগ্রাম বা তীক্ষ্ণ শ্লেষোক্তির একটা সহজাত ভঙ্গি তিনি আনায়াসে আয়ত্ত করেছেন বলে প্রতীয়মান হয়।
ভালোবাসায় এক নম্বরের জন্যে পাশ করেন না তিনি, বিরহে কোনোভাবে পাশ করে যান। তবে জীবনের অংকটা কি মেলে ঠিকঠাক! সাকিরার ‘ছড়ানো ছিটানো মন’ প্রেম ও বিরহের সিলেবাসে আমাদের অনেকেরই কমন পাঠ্য হয়ে যায়। তবে নেহাতই প্রেম-বিরহের নয়, সাকিরা তার তীক্ষ্ণ-ধীসম্পন্ন এইসব কবিতায় বিশ্বসংসার, রাজনীতি, মানবিক বৈকল্যের অনেক কথাই বয়ান করেন।
By সাকিরা পারভীন
Category: কবিতা
Paperback
Ebook
Buy from other retailers
About ছড়ানো ছিটানো মন
এলোমেলো বর্ণমালার শিরোনাম দিয়ে সাকিরা পারভীন লিখেছেন ছড়ানো ছিটানো মনের কথা। বাংলা অণুকবিতার ভুবনে ‘ছড়ানো ছিটানো মন’ নতুন সম্ভাবনা হতে পারে। তার বলার মধ্যে, ভাবনার মধ্যে সরস ভঙ্গি আছে। এপিগ্রাম বা তীক্ষ্ণ শ্লেষোক্তির একটা সহজাত ভঙ্গি তিনি আনায়াসে আয়ত্ত করেছেন বলে প্রতীয়মান হয়।
নেহাতই প্রেমের কথা বলেন তিনি, কিন্তু সেখানেও আছে সরস-সরল তীক্ষèতা। ধরা যাক এই কবিতাটির কথাই -
‘ওয়ান টু থ্রি সব ক্লাস পাশ করেছি
তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াও
রোজ রোজ ফেল করি’ (আ)
রোজ রোজ ফেল করানোর এই পাঠের মধ্যে বেদনা তো বিদ্যমান, শ্লেষও কি নেই! এই শ্লেষ কখনো কখনো নিজেকেই ছুঁয়ে যায়। আরেকটি কবিতায় তিনি বলছেন-
‘অলথ্রু ফার্স্ট ক্লাস
ভালোবাসায় ৩২
বিরহে ৩৩।’ (ঔ)
আগাগোড়া প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে
ভালোবাসায় এক নম্বরের জন্যে পাশ করেন না তিনি, বিরহে কোনোভাবে পাশ করে যান। তবে জীবনের অংকটা কি মেলে ঠিকঠাক! সাকিরার ‘ছড়ানো ছিটানো মন’ প্রেম ও বিরহের সিলেবাসে আমাদের অনেকেরই কমন পাঠ্য হয়ে যায়। তবে নেহাতই প্রেম-বিরহের নয়, সাকিরা তার তীক্ষ্ণ-ধীসম্পন্ন এইসব কবিতায় বিশ্বসংসার, রাজনীতি, মানবিক বৈকল্যের অনেক কথাই বয়ান করেন।
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use